আগুন


তবে কি একাল প্রমিথিউসের নয়?
নাকি লড়তে হয় এমনই!
কজন পারে লড়াই করে বাচতে?
বেচেও মরে থাকার কি মানে;
তাও তো ভাবি মাঝে মাঝে!


একদিন প্রমিথিউস 'আগুন'
চুরি করেছিল দেবালয় থেকে।
জনমানুষের কাজে..
আজও সে আগুন জলে
দহনে মননে আবেগে।


অন্যায়-অনিয়ম-দুর্নীতিকে
পোড়ানো দরকার;
পোড়ানো দরকার অবিচারকারী
আর নিপীড়নকারীকে।
কিছুরই নেই যে বাস্তব প্রয়োগ!
তবে হোক আন্দোলন অসহযোগ।