ভেবেছি আজ গনে নেব আকাশের যত তারা
গনতে গনতে সারা রাত যে হয় সারা
রাত্রিতে দেউলিয়া দিশেহারা মন
নিঃশব্দে নিরবে রয় শান্তির তপবন
ফোঁটায় ফোঁটায় সিক্ত মনোহরা হয় নিপবন


হারানো সেই রাজা ধিরাজ
সকাল সাঝেঁ মনের মাঝে করে বিরাজ
তুমি হে নন্দিনীর রন্জন, কুন্জবর
তব চাঁদ তারা নন্দের নন্দন
খোঁজো শুধু নিবিঢ়, নিপাট সৌখিন ভালোবাসা আর দুঃখ দেখলেই সুখের খোঁজে পালাও


চির সবুজ, চির হরিৎ, নিবিঢ় শান্ত যে ভূবনে
সে দিব্য জোতির্ময় রাজা হবে
যেন এক অমৃতের সন্তান।
স্পর্শ করে না তাকে, দুঃখ বেদনা আর্তনাদ!