অনল সময়


পৃথিবীর সমস্ত আগুনের দূর্ঘটনায়
প্রথম স্হানের নগরী আজ ঢাকা
বিভীষিকার শহরে ঘরে বা কর্মক্ষেত্রে
আগুনের উদ্বেগ মনে গাঢ় করে আঁকা


এ নয় আজব গুজবের কোনো রটনা
সড়ক বিমান নৌপথে চলে নিত্য দূর্ঘটনা
আলোহীণ খাঁচা ভালোবেসে জাগি রাত্রির গুহায়
জাতীয় দূর্যোগ মেরুদন্ডহীণতায় দূঃস্বপ্নের জয়


এ ফাগুনে সবই কি দূর্ভাগ্যের আগুন?
নাকি ঈশ্বরের সার্বজনহীণতার বেমানান প্রশ্ন?


বাতাসে লাসের গন্ধ ভাসে
চারদিকে দেখি মৃত্যুর নগ্ননৃত্য
ঢাকার স্বর্গ এ কোন বনানী গুলশান!
বার বার জ্বলা আগুনের হোক অবসান।


অগ্নিদ্বগ্ধ আজ উন্নয়ন গতি
যেন থমকে আছে পৃথিবীর গতি!