আশ্বাসে বিশ্বাস


অর্বাচীন কীটের তচনচে
শ্রান্ত জীবনবোধ ।


খোলা জানালায়
নানান পাখীর কলতান,
ঝড়ের পরে দেখি
দায়িত্বহীনতার প্রতিদান।


ক্ষনিকেই কাফকার আরশোলা বাহানা,
জেগে উঠে দেয় না কোনো শান্তনা।


কিন্তু ঝিনুকের নীরবে সহা যন্ত্রনা,
বা ফিনিক্স পাখীর পূনর্জীবনও ভুলিনা।


এমনকি জামার ভিতর থেকে বেড়ুনো
আকবর বাদশার মোহরও যাদু বুঝে!


শুধু বুঝে না এ মানব বিশ্বাসী মন;
বার বার মানুষে বিশ্বাসে,
আর ধরা খায় নানান আশ্বাসে।।