অরূপ রতন


উঁইয়ের ঢিবির পাহাড় গড়া
কান্নাভেজা বাদলা বেলা,
ইলশে গুড়ির সর্ষে বাঁটা
চাঁদ সূর্যের জোয়ার ভাঁটা!


হাজার ভূবন নাগরদোলা
আয়রে ভোলা বাদর ঝোলা,
খেয়াল খোলা পাগলা ভোলা
মাদ্য বাদল বাজায় কে রে?
তার নিত্য ভালোবাসায়
অরুপ রতন লুকায় সে যে !


তাল দীঘিতে ডুবিয়ে ঘটি
মিস্টি রোদের প্রতিশ্রুতি,
শিশির কুন্জে জুঁই-চামেলী
কোথায় গেলি শিউলী বেলী?
পাহাড় ঘেরা লালমাই হেথায়
প্রত্নতত্বের বুদ্ধ যেথায়!


অপেক্ষাতেই জীবন বাজি
কার কি ক্ষতি, কার কি ক্ষতি?
কার সে গোপন ভালোবাসায়
অরুপ রতন লুকিয়ে রাখি!!