বিবর্ণ গন্ধ


নিঝুম সন্ধ্যায় কেউ দেখেনা কালরাত;
ক্লান্ত পাখীরা নীড় খোঁজে।


ধুসর জীবন রাঙাতে উপায়হীন হলে,
মাঝে মাঝে দিন বেশী হয়
মাঝে মাঝে রাত;
রাত পেরিয়ে হয় সকাল!


কিছু না বলা কথা
কিছু না জানানো বাসনায়,
অগুনতি তৃষ্ণার উৎসে ভাসে
বিবর্ণ গন্ধের কাল বা অকাল।