বিদ্রোহের অভিধান


নিজেকে গুটানো শামুকেরা জানে,
পৃথিবী এক পৃথিবীহীন সীমায় ভাসে।


সমাজের অলংকারাদ্রোতায় ভেসে;
অমন মানবতার স্বাধীনতায়,
আমিও নানান নিয়ম কানুন শৃঙ্খলে,
দায় বই নবপ্রজন্মের!


কৃষ্ণমেঘের আবরণে অকুঞ্চিত কেশে,
তারাদল সাজায় নিজস্ব রূপ-মাধুরী,
সমুদ্রে ঢেউয়ের বহমান ছন্দে,
আত্মচিতায় চলে অপ্সরার নৃত্যানন্দ!


শ্বেতশুভ্র বরফে দুখৈশ্বর্যের মাটিচাপায়,
তুমি সৃষ্টি করো বিদ্রোহের রণক্ষেত্র।
সৃষ্টির উদ্ভাবনে রহস্যের জাল বুনে,
সৃষ্টির অভিধান সৃষ্টিতে হও স্রষ্টা।