যায় মহাকাল এগিয়ে যায়,
প্রবর্তকের ঘূর চাকায়।।


স্যাটেলাইট প্রক্ষেপনে দেখা যায়
যেন পুত্রের ডিজিটাল খেলার মাঠ
ইউনাইটেড এয়ারে মেঘের দেশে
এ যুগের চড়কা বুড়ির বাজিমাৎ।


অকারন হরষে মন দোলে না, খোঁজে নানান যুক্তি;
অপটিক ফাইবারের চক্রবূহে নেই যে মানব মুক্তি।
হারিয়ে গেছে আজ আসমানী রুপাই বনলতা নার্গিস প্রমীলা ও নন্দিনী ;
কবি ও কবিতা, প্রকৃতি ও দেশ, ধর্ম ও জাতি যেন স্যাটেলাইটে বন্দিনী।
পার্থসারথী বাজায় না যে কোনো পাঞ্চজন্য-শঙ্খ;
আলোকে আধাঁরের তন্দ্রায় ভাসে কৃত্রিম উপগ্রহ।


বিজ্ঞান পড়ে দিকজ্ঞান ঘুচে দূর হয় পথের বাধা;
সেদিন এদিনের দুনিয়া এক নিয়ম নিগড়ে বাধাঁ।
পাথারে ইথার,তড়িৎ বিকারে বহে ঘোরের জীবন;
বিশ্ব মোহের সুপ্তি ভাঙ্গে যে নানান সৃস্টির ভূবন।
যদিও নিত্য ঘটে মূর্খ বাধাঁর বিন্ধ্যাচলে ব্যর্থ জুলুম;
তবুও স্বত্তা এগোয় আর সুপ্ত বাসনা যে নির্ঘুম।