বৃষ্টিস্নাত আশা


গরম গরম চায়ের কাপ হাতে
বৃষ্টিভেজা বারান্দায় দাড়িয়ে,
অবাক বৃষ্টি দেখতে দেখতে,
হাতের চা যায় জুড়িয়ে!


শুধুই ভাবতে থাকি,
এমনও দিনে কি বলতাম তোমায়?
থাকতে কি আমার পাশে
সামান্য চা পানের আশে?


আজ সকালটাই যেন
একটু অন্যরকম হাওয়া,
মনের মাঝে কেমন কেমন
সদ্য বৃষ্টিভেজা চাওয়া!


বারান্দায় ভেজা আমার টবের
ছোটো  ছোটো গাছের দোলায়
বৃষ্টির ছিটকে আসা শীতল মালায়
শান্ত শ্রান্ত মোহনীয় প্রানের জ্বালা।
প্রকৃতির জলের ধারায়
যাক জুড়িয়ে এ মন পবনের ডালা!


বৃষ্টিস্নাত স্পর্শে মাতোয়ারা আমি
স্পর্শহীনতার অভাব জানে অন্তর্যামী।
মধ্যবয়সী মন এখনও সবুজ
শীতল চায়ের কাপের তৃষিত বৃষ্টিই
বোঝে শুধু, এ মন কেমন অবুঝ!


শ্রাবণের ধারা বহে ঝর ঝর
জীবন যেন স্বপ্নভঙ্গের নির্ঝর।


এসো সুহৃদ, বসি বারান্দায়,
কাটুক শুভ সকাল,
এক কাপ চায়ের আশায়।।