অর্জন

নতুন ঘরের পেছনে সেথা
ছাই ফেলতে আসি,
আমাদের জন্যে ফেলে যাও
অবহেলার ছাই রাশি রাশি;
আমরা সেই ছাই ভরা চোখে হাসি,
শত জনম ঘোলা জলের ডোবায় ভাসি।

আমি আর আমার কান্নার কলতান,
তোমার ফেলে যাওয়া পথের দান;
লোকান্তরে শুনায় সে অবিনাশী গান!
অথচ, আমরা একদা গাইতাম,
শত জনমের হংস মিথুনের গান;
কালান্তরে হলো যা ছাইয়ের কলতান!

জীবনের মানে হলো, মূহুর্ত অর্জন,
মাঝপথে থাকে মানিক রতন
ফেলে দেয়া গাদা গাদা ছাইয়ের বাহণ;
যে পথ রচে কাঙ্খিত মৃত্যু উপার্জন।।