ধনুর্ভঙ্গ নীরোর বাঁশি


নীরো কি তুমি না আমি?
কে ধ্বংশলীলা অবহেলে
বাশিঁতে মত্ত!
অনুধাবন যে প্রয়োজন
প্রজন্মের স্বার্থে অন্তত।


মূল্যহীন, অতীব এ জগতে
সে, তুমি কিংবা আমি;
এই মূহুর্তেই যদি
করি অনুভব,
করি পণ ধনুর্ভঙ্গ;
এগিয়ে দিই এ
কলঙ্কহীন প্রজন্ম;
যার অদ্যাবধি নেই
কোনো ভুল আজন্ম।


কার আয়ু যে কতটুকু
সে জানে কোনজন?
হতে পারে এক মূহুর্ত,
কিংবা যুগ কয়েক,
বা কে জানে; হয়তো
কেবল মিনিট দশেক !!