এক জীবনে এক পৃথিবী


প্রথমবার মরা মানে, বুঝবে তারাই, শুধু মরেছে যারা
মানুষের জীবনে প্রেমের মতন নির্মল পিপাসা আর কি হতে পারে
যদিও সময় ভিন্ন,তবুও এক সূর্যেই সারা পৃথিবীর সকাল দেখা যায়
আর এক হৃদয়েই এক জীবনে কত ভাগে মানুষ প্রেম করে!
তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী
তোমার প্রাণে সারাবেলার গানে ভোরের যে অন্তমিল, নিশিথ তা জানে
সুধাহরণের ক্ষুধাহরণ তো প্রেম হতে পারে না


অন্ধকারে মানুষ দেখার সহজ পথ না পেয়ে আমি মিশে থাকি অন্ধকারের ঘূর্ণিমায়।
এক পৃথিবী লিখার জন্য ঘর ছেড়ে বেড়িয়ে, নির্জনতায় দিনাতিপাত করি সে পূর্ণিমায়।
এক পৃথিবীর একশ রকম স্বপ্ন দেখার সাধ্য আমার রুপকথার যে নেই।
কারন, একটি খাতাও লিখতে পারিনি,এক পৃথিবী লিখবো কি!