ঝিনুকের ঘণ্টা


অনিচ্ছায় যেনো ঢুকে গেছি আপাদমস্তক
রক্তমাংসময় অন্ধ ঝিনুকে,
আসমুদ্র বন্দী ব্যাধিবীজে আটকানো
এক আগাছাময় ব্যাকুল দুর্ভাবনা ।


সেই ভুবনে অচিন বৃক্ষের ব্যাধি,
ঝড়ের অভেদ্যতা বহে নিরবধি ।
পরানের গহীণে তার নিরাময় অসম্ভব ।
যেমন অসম্ভব হিংস্রতায় মানবিক সাধন ।


কালের যাত্রায় অকাল সমাধিতে
আধশোয়া নারী পুরুষের বুকের পাঁজরে
বহুজন্ম দাবানলের পৃথ্বী জ্বলে ছারখার ,
নীরবে সহা ঝিনুকে ঘণ্টা বাজায় বারবার ।