জীবাশ্বের নির্যাস


দুঃখ গুলো চাপা দেই স্বাধীনতার সুখে
মাঝে মাঝেই তা উথলায় কথার আঘাতে;
অবোধ, নিরব, দুঃখিত আমি পাইনা জবাব
মনে মনে বলি, মাটি তুই দুভাগ হ’!


উদ্বাস্তুতা, গরিবীয়ানা, অবহেলা আর
অসামাজিকতার আরোপিত ভাব;  
সব চাপা পড়ুক আমিত্বের সাথে ,
মৃত্যুর মিছিলে আমি তো আগন্তুক নই ।


দুয়ারে দাড়িয়ে অনেক কথাই মনে পড়ে
কোনো কথা না বলে পরন্ত বিকেলে
জীবন্ত ছবিতে প্রায়শই খুজেঁ পাই
হারানো কিছু মৃত নিথর জীবাশ্ব ।


মৃত্যুটা এমনই, এমনকি জীবন্মৃত্যুর স্বাদ ;  
শুধু জানাটাই অজানা ছিল এতদিন!
এসো হে মহাকাল, এসো মাটি করি পান
আধাঁরের ছায়ায় খুঁজি বিবর্ণ বিকেল ।