জলের ঝিনুক


আঘাতে কাঁচ ভাঙ্গে
আর,মানুষ নাকি নিজেকে গড়ে?
জানিনা ধরণীর কোন্ বিদ্যালয়ে
তা অধ্যয়ন করে?


মন চায় নিজেকে আবার গড়ি।
ঠিক ঝিনুক যেভাবে
নিজেকে ক্ষয়ে ক্ষয়ে
নির্বিবাদে মুক্তো গড়ে!


জলে যেমন ঝিনুক লুকিয়ে থাকে,
থাকে জীবনের জলছবি!
পাশাপাশি রচে মরনের খেলাঘর;
ঠিক তেমন একটা জলের ধারা চাই!


তরঙ্গহীণ,স্হবির নয়; ক্রমশ বহমান!
কেননা, যে জলে আগুন জ্বলে,
সে উত্তালের ধ্বংসাবশেষে আর
নিজেকে খুঁজে পাওয়া যায়না।


তেমন জল আর চাই না।।