মানবতা যখন
সমাজিক,ধর্মীয় দৃষ্টিকোন থেকে বাঁধা পায়
নারী যখন অবদমিত হয়,
নারীপুরুষের পলিগামিতা যখন
ব্যভিচারকে প্ররোচিত করে
তখনই প্রয়োজন, নিয়ম নীতি।


মানবতা ভালোবাসা ও বিবেক
কখনও কখনও বহুধা বিভক্ত হয়
কখনও শুধুমাত্র ব্যাক্তিগত ধর্মীয় বিশ্বাসে
কখনও মানবতার বাঁধায় আপত্তিকর আশ্বাসে
এগুতে পারেনা সমাজ,সংসার,মানবিক বোধ।
জীবনের অথৈ নদী পার হতে দানবের আক্রমনে
যদি মানবের মানবিকতা অবদমিত হয়
আর যদি দানব ও মানব স্হান পরিবর্তন করে
তবে তা অবশ্যই লজ্জ্বার ও অসন্মানকর।


পৃথিবী থেকে যদি যায় মুছে মানবতা ও ভালবাসা
যখন বাস করে ধ্বংস, পাপ ও ঘৃনা
তখন মানুষ বলে নিজেকে পরিচয়ে হবে দ্বিধা।
শুধু বিবেকবানরাই মানুষের মত মানুষে রূপান্তরিত হয়।