গোধূলী লগ্নে যখন হয়
সব পাখীর প্রত্যাবর্তন
তখনই দর্শন গভীরে
বোধ করি শক্ত সূতার বাধঁন!


নক্ষত্র জ্বলজ্বল দীপ্ত আকাশে
খসে পড়ে জ্ঞানগর্ভ বাতাসে
জীবনের প্রয়োজনে আপোষ
হৃদয় নিংড়ানো শেষ সাহস!


ব্রত নিমজ্জিত আরাধ্য আমার তুমি;
নবপ্রজন্ম পাবে মরুভূমিতেই বনভূমি।


মানুষের মনের নগ্নতায় ধরা দেয় কবিতা
আনন্দধারায় ভূবনে নাচে অপরাজিতা।।