নীল জলের পাথর


মেঘে মেঘে বেলা চলে যায়
জমে আনন্দ বেদনার বাঁধ,
ঢেউয়ে ঢেউয়ে জমে থেকে
পাহাড় হয় জলের নিনাদ।


জলরাশি ছাড়ালেই সামনে
বিষণ্ণ এক উপকূল,
সোনালি বালুকাবেলায়,
কেউ নীল জামদানী পড়ে,
কার অপেক্ষায় কাটায়,
সে জানেনা,
যেনো আকাশের ক্যানভাসে
নক্ষত্রের মেলায় লাবণ্য ছড়ায়।


দূরে বহূদুরে
সেই উজ্জ্বয়িনীপুরে,
ধূ ধূ সমুদ্র সৈকত..
তবুও রূপসী পানির ধারা
শব্দস্রোতের মতো উজ্জ্বল!
যুগ যুগ ধরে সেথায়
পাথর ভাঙে এক
ধূসর নেশাতুর শ্রমিক!


বহুবছরের রাগ-ক্ষোভ-ক্ষুধা
মেঘকালো আঁধার জমে
শ্রমিকের নিস্তরঙ্গ মনে  
দৃষ্টি সীমানার বহুদূরে
পাথরটি ছুড়ে মারে সে..


তারপর,
হেঁটে যায় অজানার পথে,
সেই পথ
যে তার নিজের শেষ কে জানেনা,
হারিয়ে যায় নিত্যনতুন পথে।।