নিখোঁজ চিঠি


হৃদয় যেনো আটকে আছে
হাজার চিঠির ভাঁজে;
চিঠির প্রেমের ইতিহাস সাজাই
বাক্স বন্দী সাজে!


তোমাকে লিখবো বলেই,
বসন্তের প্রান্জলতায় খুঁজি স্মৃতি
করোজোড়ে দাড়াই আনত দ্বারে
এ বৃহৎ মহৎ বৃক্ষতলে !


হে মেঘের সৃস্টিকর্তা,
জানোতো মেঘ বালিকার সেই
পাহাড় ঝরণার ক্রন্দণ?
সুখের তরে বজ্রের তুমুল আর্তনাদ!


যদি ভাবো আকাশ,
দিতে পারি ছায়া ধবল জোছনার;
যদি ঢেউ হও,
হতে পারি উজান মোহনার!


যদি ভাবো মাটি,
হবো কাদার মতোই কোমল,
যদি ভালোবাসো ,
হবো শীত-রাত্রির মতোই শীতল!


যদি জল ভাবো আমায়,
হবো জলের মতোই সহজ;
কিন্তু, যদি করো আঘাত;
তবে হবো আঁধারেতে নিখোঁজ!