নির্ভয়ে বিরহ হারে যার কাছে প্রতিদিন
সে ই বুকের ভেতর থাকে রাতদিন!


এক সময়ের ভালোবাসার নীলখাম
এখন অজানায় দূর্গম নির্ঘুম রাত।
অন্তরঙ্গ মূহুর্ত গুলো ভাসমান মেঘ
আর ভালোবাসা আকাশেতে বিলীন।


রবিঠাকুরের শেষের কবিতার ন্যায়
তুমি নাওনি কোনো বিদায়
লিওনার্দোর মোনালিসার ন্যায়
আজও রহস্যময়তা তোমার আভায়।


আকাশের কাটা ঘুড়ি হয়ে হারাই অজানা
কেউ বলে না,ঐখানে যেও নাকো সুরন্জনা'


তোমার অবহেলিত হারানো সে ভালোবাসা
এখন অযত্নে লালিত দুঃসহনীয় প্রেম
যেন কাকের বাসায় কোকিলের ডিম!
এ অরাজকতা আর ধ্বংশের দেশে
গ্রীস্ম বর্ষা শীতের আবেশে যে হীম।


তবু এ মনে কোনোদিন যেন ধৈর্য না হারাই
কাটাঘুড়ি হয়ে আকাশের মেঘে ভেসে বেড়াই