নির্ভার লগ্ন


প্রভাত লগ্নের সুরে সুবহে সাদিক নাচে,
নিত্য মরনে যে প্রকৃত মরনকে ভুলে;
সায়াহ্নে তার ডোবা সূর্যের স্মরণে,
না পাওয়ার আরক্তিম ক্ষুধা জাগে।


সমুদ্রপাড়ে প্রেমিকের পদচারণায়,
বালি ঘড়ি যে অন্তিম লগ্নের বার্তা দেয়!
পূর্ণিমায় ভাসাতে চায় শোকের বার্তা,
মুঠো মুঠো জোছনার অন্ধকার যাত্রা!


কবেকার আটপৌরে নিশুতির গ্রাস,
কেন রবে চিরকাল?
অশ্বত্থের মতন সইতে চায় না মন!
হৃদয় খোঁজে ভালোবাসা, সুখের বিলাস।
পাশে থাকুক পথ চলার সাথী;
নাহয়, নির্ভার রয়েই যাক এ সহবাস!