নিঃশব্দ অনুভূতি


যেনো নির্মম বেগে
অজানা পথের তারা খসেছি
বঙ্গোপসাগরের অতলে!


জনজীবনের ক্যানভাসের প্রাচীরে
থমকে থাকা গতি,
থমকানো সে স্রোতের ভিড়
আর দুঃসহ বেদনার পাহাড়!


ভবঘুরে দিন যে আর কাটে না!


পুরনো স্মৃতি মুড়ানো চিঠি
আর কতকাল স্বেচ্ছাবন্দী রবে?


যে গল্পের অঙ্গ-প্রত্যঙ্গে রয়েছে
নিরস শীত,গ্রীষ্ম-বর্ষা শরতের
অমোঘ জলাবদ্ধতার কাহিনী।


কারো অনুতপ্তহীন
সুখী জীবনের প্রচ্ছায়ায় তাই
বেচেঁ থাকার অনুভূতিটা
আর আগের মতো আসে না।


নিঃশব্দে খসে পড়া তারার
দায় তো আকাশের নয়!!