নষ্টালজিয়ায় ডুবে থাকা জীবনে
স্বপ্ন দেখি শেষ তৃতীয়াংশটা সাজানোর।
ভাবি জোনাকীর আলোয় আকাশ ছোয়ার।
পিউপা থেকে প্রজাপতির আশায়
নির্দ্বিধায় বাকী অজানাকে জানার!


হাড়িয়ে যাওযার মাঝেও
সে কি করে দ্বন্দহীন বাচেঁ?
রঙধনুর রঙ ছড়িয়ে মেঘের ভেলায়
রাঙা জীবনে জমে একরাশ
একাকী অভিমান।


একদিন অভিমান পেরিয়ে অতীত হব
শুধু গল্প নয়, হব ইতিহাস।
বালুকাবেলার ভাঙ্গা জীবাশ্ম;
প্রজন্মান্তরে যা হবে রহস্য।


জন্ম-জন্মান্তরে একই জন্মদিনে
হারানো হিযার নিকুন্জ বনে,
কুড়ায়ে ঝড়া ফুল সে শালবনে
প্রতিশ্রুতি মতন ক'জন পায় সুদিন?