অব্যক্ত


অব্যক্ত হৃদয়ে সংকীর্ণতা ডুবে,
পূর্ণ সূর্য গ্রহণে!
রংধনু হারায় সাতরঙে;
বিকেলের সূর্য  ঢাকে মেঘে।


আত্মগ্লানিতে দুঃখিত হলে,
অবদমিত মস্তকে মানি কটুকথা।
কিন্তু,আপন জনেরা যখন
মৃত জননী তুলে বলে;
তখন ঘৃনা ছাড়া আর উপায় কি!


বৃষ্টির কান্নায় ঘোরকাটা প্রহরের গল্পে,
রাজারানীর গল্পই স্হান পায়।
সুখের নিমজ্জনে ডুবে
চিলেকোঠার বন্দী অভিমানী মন।


হৃদয়ের ভালোবাসা উপচায়,
ঝাপসা চোখের লোনা জলে।
নিভৃতে একাকীত্ব কাটে,
অগুণতি কষ্টের অতন্দ্র বেড়াজাল।।