অচিন পাহাড়


দেশ থেকে অনেকদূরের এক অচিনপুরে,
গাইছি গান চেনা বা অচেনা কোনো সুরে!
গভীর ভালবাসার ফসলে নিড়ানী দিই,
নিত্য নতুনত্ব সৃষ্টিসুখের উল্লাসে মাতি !


কত অজানারে অচেনারে-
আজ আপন করে নিয়েছি!
আকাশ বাতাস মেঘ বৃষ্টির পানি,
তার মোহনায় বরফ গলা নদী!


সন্ধ্যায় সে নদী এসে মিশে যায় সাগরে,
অনন্ত প্রহর বহে নিরবধি অচিন পাহাড়ে!