অদৃশ্য মহাজগত


লৌকিক অদৃশ্য রমরমা আয়োজনে;
ভাঙ্গনের কারন খুঁজে অসন্তোষ্ট মন!
এক জীবনেই ব্যর্থতার যন্ত্রণায়;
ক্ষনিকের তরে হয় বিদ্রোহী।


বহুকেন্দ্রিক অসীম অসম্পূর্ণতায়,
ছোট ছোট স্বার্থপূ্র্ণ খাদ বিবর্জিত।
ভয় ও লজ্জায় কামনা অপ্রকাশিত,
লৌকিকতায় ভাসে নির্লজ্জ বাসনা!


ভালোবাসা ভাসে; মানুষও ভাসে!
ভাসমান বিষয়টি কি অলৌকিক?


জানিনা বোধের জগতে
সত্যের স্থান কোথায় !
বোধ হয়, দূরে, বহূ দূরে..
মহাজগতের গহীনে!


মনে হয় সত্যকে চেপে ধরে জানি,
এ জগতে সত্যের লৌকিকতায়,
সাধ না মিটলে, আশা না ফুরালে,
অন্য জগতে কি অবশিষ্ট থাকে?