অনাহারির স্বপ্ন


অভাব-আগুনে পোড়া অনাহারি
কোন এক দিনে নিসর্গ ছায়ায়
পৌষের রোদ মাখা সকালে
যখন দেখে ভরা কুলায় ভাসে
নবান্ন স্বপ্নের জীবন...


যে দেশে ভাসে বেহুলার বাসর,
আজন্ম দুখী মৃণ্ময়ীর দেহে আঁকা
অত্যাচারী নখরের দাগ..
যেনো তৈমুর থেকে ব্রিটিশ বেনিয়ায়
ফনি তোলা মনসার ছোবল!


উপেক্ষার সে ধুলো ঝেড়ে,
মনসার আক্রোশি দুচোখে তাকিয়ে
চাঁদ সওদাগর স্বপ্ন দেখে ত্রিবেনি যাত্রার ;
যে আনবে এ শংখনীল কারাগারে
রক্তলাল স্বাধীনতার লাবণ্য।