অপেক্ষা


মনে করাতে চাই,
অপেক্ষায় দাড়ানো টিকিটের
লাইনের মানুষটাও এগোয়,
মৃত্যুও এগোচ্ছে সামনে।


বিচার তো কখনও চাইনি,
চেয়েছি শুধু বিবেচনা!
নিশ্চয়ই মৃত্যুর পূর্বে
তার বোধোদয় হবে!,
হয়তো অহংকারের ভারে
তা প্রকাশিবে না।


তবুও প্রতিশোধের স্পৃহা বা,
কষ্ট পুঁজির ভিক্ষায়,
দ্বারস্হ না হয়ে অপেক্ষা করি।


যদিও সময় ক্ষেপন কঠিন,
কিন্তু বড় সাধের এ জীবনে
তা অসম্ভব নয়!