জারুল আর কৃষ্ণচূড়ায় ছেয়েছে আকাশ পৃথিবী এমনকি স্যটেলাইটও
বৈশাখী হাওয়ায় শুধু কালবৈশাখী নয়, ঘূর্ণিঝড়েরও আছে ভয়।
রাতের বাশঁবাগানের হূতুম প্যাঁচাটার কি হবে গো?
পূর্ণিমায় ভেসে যাওয়া নীল দরিয়া...
যতন করে বানানো সোনার পিদিম!


রাধা কি এখন আর করে না কৃষ্ণের অপেক্ষা?
কবি ছাড়া কে আর ভাবে এসব মূল্যহীণ সমীক্ষা
অহিংস কোনো বিপ্লবী ভাবে কি শ্রমের মূল্য?
উন্নয়নের জোয়ারে পদ্মা তিস্তার বাজার দূর্মূল্য।


যদি আর বাঁশি না বাজে
যদি না দেয় কেউ অন্জলী
পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে আজ
অশান্ত মনের কাব্য যে বন্দিনী।।