লুপ্ত স্মৃতিপটে যখন সুখের আভাষ হালকা
চারদিকের গুমট মেঘে তখন বাতাস দমকা!
হঠাৎ বিদ্যুৎ, শিরায় শিরায় বহে ঝড়
বৃষ্টিপাত অঝোড় ধারায়, হৃদয়ে হৃদয়।


হৃদয়ে করি স্বপ্নের চাষ, জীবন নদীর মোহনায়
কাটে এক স্বপ্ন, বার্তা শোনায় আরেকটার
হৃদয় জোয়ারে একদা ভাসে যে যক্ষ
সে নয়তো সাহসী ও নিরপেক্ষ!


দানব যদিও হয় কখনো,দেখতে মানবের মত
সুযোগ পেলেই খুবলে খায়, ভরে ক্ষুধা যত
দেয় মিথ্যে আশ্বাস, নেয় না কোনো দায়িত্ব
মোহ কেটে গেলেই কাটে মানবতার স্থায়িত্ব।


মুখে যত বলে নিয়ম কানুন ভাঙ্গা
সংস্কার ও প্রগতির কথা
দানবের সাথে মানবের শেষে
হয়না কোনো সমঝোতা।