পরিবর্তন


পরিবর্তনের স্রোতে পরিবর্তিত হয়ে,
শ্বেতশুভ্র বরফে আছড়ে পড়ে যেনো,
জীবনকে মরনের দ্বারে রেখে,
নিজেকে চু্লচেরা বিশ্লেষন করি।


তোমার তরেতে ব্যথা
যথাসাধ্য সয়েছি আপ্রাণ,
জানি তব এ নহে
তার কোনো প্রতিদান!


জানি না কি ছিল অপরাধ;
নতমস্তকে কেনো বহিবো অপবাদ,
সেতো নয় কভূ বাঞ্ছিত সংবাদ,
হদয়ে আঘাত হানে,আনে বিষাদ।


কখনও ভাবি, মৃত্যু বুঝি দোরগোরায়
কত গুন, কত প্রতিভা, কত ভালো -মন্দতা,
কত হিংসা বিদ্বেষ, চাওয়া-পাওয়ার ছন্দতা;


সবই বুঝি মুচকি হেসে পায়ে পায়ে হেঁটে,
বনেছে-যা চেয়েছি, পেয়েছি অনেক! ,
তবে; চেতনার ধাপে ধাপ পরিবর্তনে,
তুমিহীন আমি, পাইনি শান্তি এ ভবে।।