প্রত্যাশা


বলতে পারলে না, ভালোবাসি।।
ভালোবাসায় নাকি পাথরেও ফুল ফোটে?
ভাসে কাঙ্গালেরা আর
পৃথিবী হারায় মরু সাহারায়!


সুদূর আবাহন আনে এ কোন বারতা?
মুগ্ধতায় দেখি অবাধ্য সূর্যের জ্যোতি;
অসহায় সৌন্দর্যের আলোকচ্ছটায়,
হিমেল হওয়ায় বয় উষ্ণতা।


নিস্পলক দুচোখের কোনে জমা
পাহাড়ী মেঘবৃষ্টিতে ভেজে সূর্য।
মেঘের চাদর সরিয়ে উঁকি মারে চাঁদ;
যেনো পূর্নিমায় জ্যোছনার জোয়ার!


নি: সীম শূন্যে বুনোহাঁস উড়ে,
কাঠবিড়ালীরা আসে বাদামের লোভে,
সবারই আছে কোনো না কোনো প্রত্যাশা;
শুধু আমারই যেনো থাকতে নেই!