রঙধনু মন

ঝরা পাতার সঙ্গে সময়ের উড়া
তার সঙ্গে হারায় মানুষ...
অবশেষে স্মৃতিতে কিছুই থাকে না ;
সন্ধ্যাতারা, মুগ্ধ চাঁদ, প্রিয় কৃষ্ণচূড়া!

তুমিও হারালে ঝরা পাতার মতন;
যেনো, রোদ ঝলমলে দিনে,
মেঘেদের তুলোঝরার আলিঙ্গন!
আর তার সাথে  এক পশলা বৃষ্টি।

যদিওবা, মেঘ ঝরায় বৃষ্টি,
অতপরঃ রঙধনু মন ;
সূর্যালোক শূন্যতায় ভাসায়
অদৃশ্য স্মৃতি অকারণ।

আর মরীচিকা প্রেম?
সেতো এক ধুপকাঠি মাত্র!
বাতাসে ছাই ওড়ে গেলেও
পড়ে রয় শুন্য পাত্র।।