রঙ্গীন আগুন


চলে যাওয়া মানেই বিচ্ছেদ নয়
নয় বন্ধনহীনতার বিরহগাঁথা,
অজ়ানা গন্তব্যে সানাই বাজে
অজান্তেই চমকে তাকাই নতুন সাজে
মনে পড়ে সেই রুপকথার কথা ।


অতটা গ্রহন ও প্রশংসার নেই প্রয়োজন
চাইনা বর্জনের পঙ্কিল কোন আয়োজন


আঁধারের নরকে খুজি আলো
চাই সেই উত্তাপ ও উষ্ণতা
তীব্র ভালোবাসার রঙ্গীন আগুন
যে দেবে জ্বালিয়ে পুড়িয়ে
বিরহগাঁথার সেই রূপকথা!