ফ্রানৎস কাফকার সেই মেটামরফোসিস
তোমার কাছে ধারে দু'যুগ আগেই পড়েছি
নিশ্চয়ই মনে থাকবে তোমার
টাওন হলে তা নিয়ে আমরা
একটা আলোচনা অনুষ্ঠানও করেছিলাম ।


হঠাৎ মনে হলো,
তুমি হয়তো কোনো এক  সকালে ঘুম ভেঙ্গে
নিজেকে শুয়োপোকা হিসেবে আবিস্কার করে,
দেখবে শুয়ে শুয়ে সারা পৃথিবীর লীলাখেলা
নিজেই শামুক খোলে ঢুকে রবে অবলীলায়।
ভেবেছো কি কখনওকি লাভ-ক্ষতি হয়,
এ সব দায়িত্বেের অবহেলায়?
তাহলে নিজের প্রয়োজনটা তুমি বুঝতে!


তোমার পরবাসী জীবনযাত্রার গোড়াপত্তন
অস্বাভাবিকের,স্বাভাবিক দায়িত্বের রূপান্তর।
তার চেয়ে বরং হোক,স্বাভাবিক এক সকাল
দূর্বিসহ নিস্ফল জীবনের কাটুক এ আকাল।