শব্দের গর্জণ


শুনি শৃঙ্খল ভাঙ্গার সিম্ফনী সুরে
কালের যাত্রার জয়ধ্বনি।
স্বপ্নের শাশ্বত মুক্তির মাঝে
বাজে এক জোড়ালো পদধ্বনি ।


নীল চাঁদোয়ার অচ্ছেদ্যবন্ধনের মহাকাশে
নেই ধরিত্রীর শ্বাপদসংকুল ছায়াবৃত্ত;
মায়াবী ধূসর নিঃসীম মেঘের আড়ালে,
বিশ্বায়নের মধ্যস্থতায় শত্রু-মিত্র  মিলে ।


যেখানে এক আলোকবর্ষ পরে
স্বপ্ন বাস্তবতা মিলে দুমড়ে-মুচড়ে আছড়ায়,
শব্দ প্রসবের নিদারুণ যন্ত্রণার ভারে  
অলিখিত অদম্য নিষ্পেষিত এক গর্জন !