হয়তো দুঃখেরও দুঃখ বইতে দুঃখ হয়।
কতকাল রবে বহমান সব দুঃসময়?
সময় যে কতই দেখায় তার অয়োময়!
একদিন প্রভাতে জেগে দেখবো শেষ অসময়।


কতজনই বা স্বপ্ন দেখে খুশী থাকে চিরকাল?
স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় কজনই বা হয় সফল।
সময় কাটে জীবনের প্রয়োজনের ভাবনায়,
ভালোবাসা তবে কি শুধুই হয় মাধ্যম কামনায়?


দিবারাত্রির পরিক্রমায়
বয়ে যায় সময়;
হায় সময়!
পুরোনো সময়!
নিত্য- নতুন সময়!
তোমাদের কি হয় কখনও মিল?
দিন রাতের সন্ধিক্ষনের যে ঝিলমিল!


সন্ধ্যার হাওয়ায় সময়ে এলোমেলো ঝিল
জীবন মৃত্যুর ভাবনায় উড়ে আবাবিল!
যদি ঢিল ছুড়লেই পালায় দুঃসময়ের পাখী
তবে দূঃসময়ে কেন নিজেকে ডুবিয়ে রাখি?