স্বপ্নের নিস্তব্ধতা


জীবন পূর্ণতা পায় ভালোবাসায়,
আর শূন্যতা বাড়ে অবহেলায়।


সবার মাঝে একা বোধই একাকীত্ব,
মনের দূরত্বই করে বিলীণ অস্তিত্ব।


ক্রন্দন প্লাবনে গতিপথ বদলায় সম্পর্ক,
মুগ্ধতা, তৃপ্ততা হয় আবেগ বহির্ভূত।


সুখস্বপ্নে দৃশ্যমান সে পুলকিত শিহরণ,
শূন্যতার জোয়ারে পূর্ণতা ভাসায় সমীরন।


স্বচ্ছতার ক্যানভাসে ভাসে ভাবের মুখোশ,
স্বপ্নভঙ্গের দীর্ঘশ্বাসে আঘাত হানে সাহস।