তুচ্ছ নয় তো  


পরিচিত মুখ নারী  বা পুরুষ
হোক বয়স পচিশ বা পঞ্চাশ,  
হারিয়ে স্বজন আপন জন
তুচ্ছ নয় তো  সে জীবন !


শরীর- মন দেয় জানান
জীবন ভেঙ্গে হয় খান খান,  
ইঁদুর কপালে ভাবের মনন
লেনা দেনার না হয় গ্রহণ ।  


কারো সৌখিনতা কারো'র কারাদণ্ড;
সমান্তরাল স্থিতিতে ক’জন মগ্ন ?  
বিষাক্ত সমাজের দুর্বিসহ বাহন  
মরেই বেঁচে থাকে সে জন !


তুচ্ছ নয় তো  সে জীবন !