ভালোবাসার প্রতিদান

কবিতা পড়ার ক্লান্তিতে অবুঝ পাঠক
আর তার গ্রহনযোগ্যতায় কবি স্বার্থক!


স্তব্ধতার গান শোনা দার্শনিক বোঝে হৃদয় দহন
ভালোবাসা না পেলে পূর্ণ হয়না ভালোবাসার গ্রহণ।


অনেকেই বলে ভালোবাসলে করোনা আশা প্রতিদান
হয়তো তারা ভালোবাসা না পেয়েও নিঃস্বার্থ মহান!


আশিবিষে না দংশালে কে বুঝে তার জ্বালা
না বুঝো বন্ধু, তবু করো না গরীবেরে অবহেলা।


ক্লেদাক্ত দুঃখ ভুলে সর্বদা ভাব ধরি হাসি খুশীর
আঘাত দিলে ভাবের ভূবন হয় ঠুনকো অস্হির।


সুদীর্ঘ সময়ে রক্ষিত আবেগ কামনা ভালোবাসা
তবে কি মৃত্যুর পূর্বে সে প্রতিদান আশা করাই বৃথা?