একটি দিনের প্রতীক্ষায় আছি
যখন আর ঝড় হবে না,বৃষ্টি থাকবে না
পরন্তু বিকেলে এক কাপ চায়ের চুমুকে র সাথে বেজে উঠবে সেই ধ্বনি,
ভালবেসেছিলাম প্রিয়, দেখেছো? আজো আছি
কোথায় গেল সেই অশ্রুসিক্ত অহংকারী কথা?
কিছুই হবে না আমার,তুমি চলে গেলে কোথা।
কই? দুর্ঘটনার ভয় গন্তব্যে পৌঁছার আগেই গাড়ি থেকে নামায় নি তো
দেখেছো, এগুলো তোমার ভ্রম ছিল।
সেদিন আমার কথা শুনে অস্থির হয়ে যাবে,
উফ! কি ভেবেছিলাম এই মানুষটাকে নিয়ে
মাফ করে দাও প্রিয়,অনেক বড় ভুল করেছি
একটু হেসে বলবো এটা ভুল না প্রিয়,হারানোর ভয়
যার জন্য আজ একসাথে তুমি আর আমি।