অপালা,
পালাই চলো; পালিয়ে যাই চলো
আঁধার ঘনিয়ে আসছে দেখো
পালাই, বহিরঙ্গ থেকে অন্তরঙ্গে
আপাত থেকে সত্যের দিকে
সব বাঁধন ছিঁড়ে চলো দু’জন পালাই
পারবে? সাহস হবে পালাবার?
কেন যে তুমি বোঝনা
আমাদের ঠাঁই নেই জেনো
এই ধরায় ভালবাসার ঠাঁই নেই
পার্থিবতায় গা ভাসিয়েছে মানুষ
মানুষগুলো বড় অন্যরকম জানো
অপার্থিবতায় বড় ডর মানুষের
তাই পালাই চলো- পালিয়ে যাই চলো
অরণ্যে- প্রকৃতির কোলে।


© নীল প্রলয় নিপু