জীবন সাগরে ভাসিয়া চলেছি
তীর হারা মোর তরি,
অকুল সাগরে উদাস চক্ষে
তারেই খুজিয়া ফিরি।
তাহারই দেখা পাব কি আমি
অকুল সাগর মাঝে,
আমারে দেখিয়া যদিগো সে
মুখটি লুকায় লাজে।
কন্টকময় বাধার সাগর
দিয়েছিযে আমি পাড়ি,
আমার তরিতে তাকে নিয়ে আমি
যাব যে আমার বাড়ি।
নিঝুম রাতে শোনাব যে তাকে
প্রেমের মিষ্টি কবিতা,
তিল সম হাসলে সেটাই হবে
কবিতার বড় সার্থকতা।
আমি বোকা, যত কবিতা লিখি
নয়কো নিজের জন্য,
কারো প্রান যদি এতটুকু দোলে
তাতেই আমি ধন্য।
অপেক্ষা