উঠনো পাতা রোদ।
নিপুন নগরী।


মুখোমুখি বসে দেখ কি অবেলায় বারণ করেছি তোমায়, তুমি ফিরে যাও রক্তক্ষরণ দেখতে
যুদ্ধের প্রযোজন নেই।


জানালার পাশে রক্তজবার বসবাস।
দক্ষিণের বারান্দা খোলা।
রাতের উঠনে পাতার মিহি শব্দের আবাসন।


তোমাতে ভ্রান্তিহীন কোন স্বপ্নের সমাধি
রচনা করে, সমাধিফলকের শান্ত নিবিড়
পরিচর্যা চলে বুকের ফলকে অবরুদ্ধ কারাগার।


রাত্রি সকল তুলে রেখে ভোরের স্বপ্নের আরোপ করে এমন তার সীমারেখা যেখানে ঘুম নেই।


সমান্তরাল ভাবে ভিন্ন কোন পথে জীবনের সুখ।


আমাকে মোহগ্রস্ত করে, আবার ফিরে যায়।
পুরোনো বন্দরে পরিচিত নোঙ্গর ডাঙ্গার হাসি
অভিলাষ ব্যক্ত করে যায় অভিমানের চড়াই-উতরাই


যেখানে সমাধি সেখানে চাষ কর।
যেখানে ভুল আর রাগ সেখানে সমুদ্র একে দেও।
বৃষ্টির গান শুনে অবারিত রাত, কিছুটা মুহূর্ত তুলে
দেও ফুরসত দেও মুক্তি, দেও নীড়।


ঘুমন্ত কোন রাজপুরী জেগে উঠুক সূরেলা চর জাগা
নতুন পাড়, ভাঙা গড়ার খেলায় এক প্রস্থ --
জমিন কিনে দেও, দেও উঠান যেখানে রোদ এসে বলে যাবে ভালো আছি ।।


'শরতের সকালের চিরকুট থেকে'