আজ তিন বছর পরেও তোমাকে দেখে
মনের গভীরে একইরকম আলোড়ন তৈরী হয় |
দশদিনের তৃষ্ণার্ত পথিকের জল পাওয়ার মতো ,
বা ক্ষুধার্থ শিশুটির খাবার পাওয়ার মতো ,
যেন ধোঁয়াধুলোর শহর থেকে বেরিয়ে সবুজ পাওয়া ,
কারাগার থেকে ছাড়া পাওয়া মুক্তির আশ্বাস যেন ,
আজ তিন বছর পরেও একইরকম ||
অনন্ত পরেও এমনটাই কি হবে? জানা নেই |


জীবন সুন্দর করার কোনো ফিল্টার হয় না ,
তবে বাকিদের ব্যর্থ ভালোবাসার গল্প যখন শুনি
বুঝি, কোনো জাদুবলেই বোধহয় তোমাকে পাওয়া |
ঈশ্বরে বিশ্বাস রাখি না , পুনর্জন্মে বিশ্বাস করি না
তবুও আশা রাখি যেন প্রত্যেক জন্মে তোমারই
প্রেমিক হয়ে জন্মাই ,
একটা জন্ম তোমাকে ভালোবাসার জন্য যথেষ্ট নয় |