নিঃসঙ্গতাটা অভ্যেস হয়ে গেছিলো
বন্ধুত্বও গড়ে উঠেছিল একাকিত্বের সাথে
ভগ্ন হৃদয়েই তোমায় প্রথম দেখা ||


তুমি সেদিন নিজেকে মুড়েছিলে লালে ,
মিষ্টি হেসে আমার পকেটেও  গুঁজে দিয়েছিলে
একটি লাল গোলাপ |
বাইরের ঝা চকচকে আয়োজনের  থেকে আমার চোখ কেড়েছিল
তোমার উচ্ছল প্রাণবন্ত মুখশ্রী;
মনে পরে, আড়চোখে তোমার দিকে অনেক তাকিয়েছিলাম
তোমাকে মনে হয়েছিল যেন অনন্তের চেনা |
তোমার কণ্ঠে গান শুনেছিলাম,
কণ্ঠ মিলিয়েছিলাম , হৃদয় মিলিয়েছিলাম
চাঁদের আলোয় তুমি বলেছিলে অনেক কথা |
নিঃসঙ্গতা সরিয়ে তুমিই পরিণত হলে আমার একমাত্র অভ্যাসে |


আজ দ্বিধা ফেলে তোমাকে মনের কথাটি বলবো ...


তুমি আমার অলস দুপুরের  কবিতা হবে ?
বসন্তের বিকেলে এলোমেলো গল্প হবে আমার ?


ব্যস্ত শহরের মাঝে তুমি আমার সবুজ হবে ?
রথের মেলায় সঙ্গী হবে আমার ?


তুমি আমার অচেনা পথের সাথী হবে ?
জীবনসঙ্গী হবে আমার ?