একাকীত্বের খাঁজে খাঁজে
জমাট বাঁধা বিষাদ
তাতে জোনাকির মত ছোট ছোট সুখ
কখনো জ্বলে, কখনো নেভে।
আমি কুয়াশায় ঢাকা হতাশাকে বলি
"আর কতদিন?"
বিভ্রান্ত হতাশা আকাশ হাতড়ায়
সূর্যের খোঁজে
ক্ষত বিক্ষত হয়ে আসে ফিরে, ক্ষুব্ধ হয়ে
ধূমকেতুর সাথে আঘাত লেগে।


তারপর, আমি আর বিষাদ চুপচাপ
পাশাপাশি বসে থাকি -
জোনাকিগুলোর দিকে তাকিয়ে,
ওরাই একমাত্র সুখ আমাদের, একমাত্র সূর্য।