তবে কি সব ভণ্ডামী ছিল?
হাতে হাত রাখা
     কাঁধে হাত রাখা
হাসিগুলো ছিল সৌজন্যের?
                    প্রাণের না?


তবে এত অসহিষ্ণুতা কেন?


তবে কি গোপনে গোপনে সবাই আমরা
       বারুদ সাজাচ্ছিলাম?
শাণ দিয়ে রাখছিলাম ছুরি, কাটারী?


যদি বারুদ না থাকে
   তবে আগুনে এত ভয় কেন আজ?
                          কিসের আশঙ্কা এত?
তবে কি ওরা জানত
   গুদোম ঘরে গোলাপের আড়ত নেই
                 মজুত আছে বিষাক্ত শেল? অপেক্ষা ছিল শুধু সুযোগের!?


তবে তাই হোক
এ ভণ্ডামীর মুখোশ যাক খুলে
   হোক বে-আব্রু দিল-দরিয়া
বাজুক ডঙ্কা, লাগুক আগুন,
            পুড়ে খাক হয়ে যাক যা মিথ্যা


না না না, তা হবে না-
    আগুন পোড়ায় না সত্যের গা
আগুনে পুড়েছে আগুন লাগানো হাতগুলো শুধু
         এবারো পুড়বে
      শুধু কালের অপেক্ষা