কাজল তো আগেও দেখেছি
এর ওর তার চোখে। নিরীহ কালো বাঁকা দাগ।
সে কাজল এমন খুনী হয়?
        আগে জানতাম না জানো
তোমার চোখে দেখার আগে


সন্ধ্যেকে জানতাম স্নিগ্ধ শান্ত
                    অপরাহ্ন রাগে
সে শান্তও যে উদ্বেল হতে পারে
                        ভেবেছিলাম?


পারিনি জানো, সেও তুমি আসার আগে


একা তুমি
আমায় নতুন করে একা করলে
           এত চেনার ভিড়ে


আজ প্রথম, জানো, এই প্রথম
আমার ভাষা ঘুমালো অভিধানের খাঁজে
তুমি, একা তুমি, সব শব্দকে হারিয়ে দিলে।
এখন?
দর্শন থাক। ধর্ম থাক। নীতি থাক।
ওরা ভীরুর যষ্টি মাত্র, দ্বিধা সংশয় নিয়ে।


আমার ঈশান কোণে ঝড়ের আভাস
    যদি দাও সাড়া - এ সুযোগ
       যদি না দাও - এ প্রলয় দুর্যোগ