কি অশান্ত হৃদয়কে বুকে করে বেড়িয়েছ এতদিন?
অবাধ্য জল ঘাটের কিনারায় মাথাকুটে মরে
                 পাড়ে উঠবে বলে
গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখেছি অজস্রবার
        পা ভিজিয়েছি সেই অবাধ্য জলে


আজ তোমাকে দেখলাম
ঝরাপাতার মত মন তোমার
     তাকে বসন্তও বাঁধেনি সাহস করে
আমি ধরব তাকে?
   সে দুঃসাহস থাকুক শত্রুর দুঃস্বপ্নে


তুমি যেদিন সময়ের স্রোতে পশ্চিম ঘেঁষে দাঁড়াবে
      নানা অভিজ্ঞতায় যৌবন তোমার মন


আমি একটা প্রশ্ন করতে আসব
    ঘরে ফেরা পাখির দল থেকে দলছুট হয়ে
বসব তোমার বাগানের পলাশ গাছে
             ঢলন্ত সূর্যের আভা মেখে


জিজ্ঞাসা করব -
   পেলে কি প্রেমের কোনো সঠিক সংজ্ঞা?
রঞ্জন কি এসেছিল নন্দিনী?